আসছে কোরবানী;
এ কোরবানীর জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে। উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি ও খুশি করা। কিন্ত এর মধ্যেও কিছু কিছু লোক খুজে পাবেন যারা লোক দেখানোর নামে কোরবানী দিচ্ছে। আবার এমন কিছু লোক দেখবেন যারা প্রতিবছর কোরবানি দিয়ে থাকে কিন্তু এবার সে ঋণী হয়ে গেছে প্রচুর তার পরও সে লোকের কাছে ছোট না হওয়ার জন্য ধার করে টাকা এনেও কোরবানি দিচ্ছে।
আরও একদল আছে যারা কয়েক জন মিলে কোরবানি দিচ্ছে। কোরবানি দিতে গিয়ে অনেক সময় মনের মধ্যে অমিল থাকে যা লোক সমাজে প্রকাশ করেনা।
এখন কথা হল, আমরা যে যেভাবেই কোরবানী দিয়েই থাকিনা কেন, আমাদের মন যদি পরিষ্কার ণা থাকে তাহলে আমাদের কোরবানীর নাম করে মাংস খাওয়াই হবে। কিন্তু উদ্দেশ্য সফল হবেনা।
সকল মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি যেহেতু আমরা কোরবানি দিব তাহলে আমাদের মন পরিষ্কার করে দিব। এতে যদি জানার প্রয়োজন হয় তাহলে আপনার নিকটবর্তী কোন বিজ্ঞ আলিমের পরামর্শ নিবেন
One thought on “আল্লাহ দেখে নিয়ত, মাংস নয়”