আসছে ঈদুল আজহা
কোরবানির উৎসব মেতে উঠেছে ঘরে ঘরে। কেউ কিনবে উট, কেউ দুম্বা, কেউ কিনবে গরু, ছাগল কিংবা মহিষ। টাকাও যোগাড় হয়েগেছে। েএকন শুধু বাজারে যাওয়ার পালা।
কোরবানির বাজারে চার ধরনের মানুষ যায়।
বিক্রেতা 2. ক্রেতা 3. উৎসুক জনতা গুরদেখার জন্য 4, পকেট মার , প্রথম তিন দলের ব্যাপারে আমার কোন মন্তব্য নেই। পকেট চোর হল আমার আসল বাধা কারণ পকেট চোরের উদ্দেশ্য খারাপ, সে যখন তখন আপনার পকেট খালি দিতে পারে। তাইতার থেকে দুরে আপনাকে থাকতে হব। আপনি টাকা নিয়ে কোন বিড়ের মধ্যে ঢকবেননা। কারণ বেশির বাগ চোর বিড়ের আশপাশে থাকে। সে সুযোগ বুঝে আপনাকে উজাড় করে দিতে পারে।
One thought on “সাবধান পকেট চোর”