েআমরা
আমরা যখন কোরবানির গরু কিনতে যাব । তখন দেখে শুনে বুঝে গরু কিনবো। এ কথা কেন বললাম জানেন আপনি, না আশা করি জানেনা। কোরবানি কে কেন্দ্র করে একদল গরু ব্যবসায়ী মোটা আংকের মোনাফা লাভের আশায় গরুকে মোটাতাজাকরনের ইংজেকশন প্রয়োগ করে থাকে। বাজারে এমন কিছু ওষধ আছে যেগুলো গরু মহিষ বাঅন্য কিছুকে খাওয়ালে দ্রূত মোটা হয়। কোরবানির সময় আসলে অসৎ ব্যবসায়ীরা মোনাফালাভের আশায় এ ওসধ প্রয়োগ করে মোটা তাজা করে ফেলে। আপনি গরু কিনছে সুস্থ বাড়িতে নিয়ে দেখবেন আসুস্থ বা গরুটি মারা গেছে। তাই বলছি সাবধান