বাসা হতে আসার পথে হঠাৎ করে চোখে পড়ল বিশাল গরুর বাজার । এসময় ছিল সকাল 10 ঘটিকা্ । হঠাৎ করে মনে একটি প্রশ্ন জাগল, এত গরু এ বাজারে উঠল কিভাবে, কারণ আমাদের এ এলাকায় কোন বড় গরুর ফার্ম নেই। পাশে বসা লোকের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম এ গরু গুলো সব ভারতীয়। এ বাজারে প্রতিদিন হাজার হাজার ভারতীয় গরু তোলা হয়। এবং এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বেপারীরা নিয়ে যায়।
অথচ টিভি খুললেই দেখা যায় আমাদের আইন শৃংলা্ রক্ষাকারী বাহীনির অবিভাবক সাক্ষাত কারে বলেই যাচ্ছেন, দেশে অবৈধ ভাবে গরু ডুকতে দেওয়া হচ্ছেনা বা হবেনা।
যদি অবিভাবকের কথা সত্যি হয়েই থাকে তাহলে কানাই ঘাটের সড়কের বাজারে প্রতিদিন সকালে এত গরু আসে কোথা থেকে । আমাদের প্রত্যেন্ত অঞ্চলে এ গরুর খামার আছে বলে তো আমার মনে হয়না্। যাকগে এটা আমার মূল আলোচ্য বিষয় নয়।
আমার কথা হলো ,সরকার বেকারত্ব গোছানোর উদ্দ্যেশ্যে গরুর ফার্ম করার জন্য একদিকে জনগনকে উৎসাহিত করছে। অন্য দিকে, বিদেশী গরু দিয়ে বাজার সয়লাভ করছে। এতে কম দামে বাজারে গরু বিক্রি ।
খামারিরা বারবার জানাচ্ছে যে, বিদেশী গরু দেশে না আনার জন্য। কিন্তু তারপরও দেশে বিদেশী গরু আসছে। এতে ক্ষতির মুখে পড়বে দেশীয় খামারিরা। নিরুৎসাহিত হবে এসব খামারিরা।
এসব খামারিদের উৎসাহিত করতে এবং দেশের টাকা দেশে রাখতে এখনই প্রয়োজন সঠিক সিদ্ধান্ত নেওয়া।
না হলে সাধারণ গৃহস্থ্য পরিবার লসের বোঝা বইতে হবে